Tag: মোটিভেশনাল কবিতা

  • আশার সারথি

    আশার সারথি

    কেটে ফেলো সব নেতিয়ে-পড়া চারা, পানিহীন বিপন্ন অবস্থায় তাদের ছেড়ে যেয়ো না। হাত বাড়িয়ে উপড়ে ফেলো অর্ধমৃত ফুলগুলো, শাখা-প্রশাখায় বিলাপরত অবস্থায় তাদের ফেলে দিয়ো না। এই ফসল ছিল আশার সারথি, এবারও সেটা বিনষ্ট হবে। দিনরাতের যত পরিশ্রম ছিল, এবারও তা ভেস্তে যাবে। ক্ষেতের প্রতিটি আনাচে-কানাচে— তোমার রক্ত দিয়ে আবার সার ঢালো, মাটিকে আবার সিঞ্চন করো…