-
শুধু ইসলামের জন্যেই
শুধু ইসলামের জন্যেই এই বেঁচে থাকা। এই নীলাজনীল আকাশ, তরুণ গোধূলি, নিবিড় জোছনা সব ইসলামের জন্যেই। এই নির্মল জীবন, ফুসফুস থেকে ধেয়ে-আসা প্রতিটি নিশ্বাস, প্রাণভরা উচ্ছ্বাস সব ইসলামের জন্যেই। আমি ইসলামের জন্যেই বাঁচি, ইসলামের জন্যেই মরি। যেদিন পশ্চিমের দূষিত হাওয়ায় হৃৎপিণ্ডের থরথর কম্পন বন্ধ হয়ে যাবার জোগাড় হয়, সেদিন ইসলাম এসে হাইড্রোক্লোরোথায়াজাইডের মতন পুনরায় জাগিয়ে…