Tag: জাকারিয়া মাসুদের কবিতা

  • চেতনাময় বাংলা

    চেতনাময় বাংলা

    কবিপাড়ায় আমার তেমন নেমন্তন্ন নেই।                ডাক পড়ে না বললেই চলে। লোকে বলে, আমি মৌলবাদী কবি। প্রগতিবাদী নই                 তাই সবেই এড়িয়ে চলবার চেষ্টা করে। প্রকৃতিপূজা, নারীপূজা, প্রেমপূজা—                                     কোনোটাতেই আমি সিদ্ধহস্ত নই। দেশপ্রেমের মূর্তি বানিয়ে সেটাকে নমঃ নমঃ করে নিজেকে দেশপ্রেমিক প্রমাণে আমি শতভাগ ব্যর্থ। আমার মৌলবাদী ট্যাগ খাওয়ার এটা একটা বড়ো কারণ। আমি…